17 C
আবহাওয়া
৬:১৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » দল থেকে প্রধানমন্ত্রী বহিষ্কার!

দল থেকে প্রধানমন্ত্রী বহিষ্কার!

নেপাল প্রধানমন্ত্রী

বিশ্ব ডেস্ক: প্রধানমন্ত্রীকেই দল থেকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে নেপালের কমিউনিস্ট পার্টি (এনসিপি)। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে সরকারে থাকা দল নেপাল কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। খবর-দ্য হিন্দু।

ভারতীয় সংবাদ সংস্থা জানায়, রবিবার দলীয় সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে করে ওলি দলের সাধারণ সদস্য পদও হারিয়েছেন।

ওলির বিরোধী গোষ্ঠীর মুখপাত্র নারায়ণকাজি শ্রেষ্ঠা জানান, প্রধানমন্ত্রী ওলি আর পার্টির সদস্য নন। আজ পার্টির সেন্ট্রাল কমিটির বৈঠকে ওলিকে দল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিউনিস্ট পার্টির সাধারণ সদস্য পদও তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে।

সংসদের নিম্নকক্ষে ভেঙে দেওয়ার পরই ওলির কাছে এ নিয়ে জবাব দাবি করেন সাবেক প্রধানমন্ত্রী পুস্পকুমার দাহাল ওরফে প্রচণ্ড ও বিরোধী গোষ্ঠীর নেতা মাধব কুমার নেপাল। সংবিধান বহির্ভূত সিদ্ধান্ত নেওয়ার জন্য ওলিকে কেন বরখাস্ত করা হবে না তা জানতে চাওয়া হয় ওলির কাছে। এ নিয়ে একটি চিঠিও দেওয়া হয় ওলিকে। কিন্তু ওই চিঠির কোন জবাব দেননি ওলি।

এ ব্যাপারে নারায়ণকাজি শ্রেষ্ঠা বলেন, ‘আমরা অনেক অপেক্ষা করেছি। ওলির কাছ থেকে কোন উত্তর আসেনি। শেষপর্যন্ত পার্টির সেন্ট্রাল কমিটির ক্ষমতা ব্যবহার করেই ওলির বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হয়েছে।’

ওলির বিরুদ্ধে ক্ষোভ দানা বাঁধছিল দলের মধ্যেই। গত সপ্তাহে দলের দুই শীর্ষ নেতা কাঠমান্ডুতে সভা করে ওলির সদস্যপদ কেড়ে নেওয়ার দাবি করেন। এর মধ্যেই কেয়ারটেকার প্রধানমন্ত্রী ওলি গুরুতর সিদ্ধান্ত নিয়ে ফেলেন গত ২০ ডিসেম্বর। ভেঙে দেন সংসদ। তাতেই ওলির বিরুদ্ধে ক্ষোভে ঘি পড়ে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ