17 C
আবহাওয়া
৭:৫৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » মেসি ছাড়াই বার্সার দুর্দান্ত জয়

মেসি ছাড়াই বার্সার দুর্দান্ত জয়

মেসি ২ ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় লিওনেল মেসি ছিলেন না। তবে লা লিগায় ঠিকই জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এলচেকে তারা হারিয়েছে ২-০ গোলে।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে কাতালান ক্লাবটির হয়ে গোল দুটি করেন ফ্রেঙ্কি ডি ইয়ং ও রিকি পুস। দলকে লিড এনে দেওয়ার পর দ্বিতীয় গোলেও অবদান রাখেন ডি ইয়ং।

কাঙ্ক্ষিত জয় পেয়েও মাঝে অন্য দুটি প্রতিযোগিতায় হতাশাজনক পারফরম্যান্স করা বার্সেলোনাকে এদিনও ভুগতে দেখা গেছে। বিলবাওয়ের বিপক্ষে লাল কার্ড দেখা মেসির শাস্তি শেষ হলো এলচের বিপক্ষে এই ম্যাচে দিয়ে।

এদিনের জয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এসেছে রোনাল্ড কোম্যানের দল। ১৯ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট তাদের। ৩ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ।

লিগে এই নিয়ে টানা চার ম্যাচ জিতল বার্সা। অ্যাওয়ে ম্যাচে টানা পাঁচ। আর শিরোপা পুনরুদ্ধারের অভিযানে তারা অপরাজিত আছে টানা ৯ ম্যাচ।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ