বিএনএ বিশ্বডেস্ক : গাজায় গণহত্যা বন্ধ না করলে এবার ভূমধ্যসাগরে নৌ চলাচল বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে ইরান। ইরানের সঙ্গে ভূমধ্যসাগরের সরাসরি কোনো যোগাযোগ নেই। ফলে গার্ড সদস্যরা কী ধরনের পদক্ষেপ নিতে পারে তা স্পষ্ট নয়।
এর আগে লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার জন্য ইরান গভীরভাবে জড়িত বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।আর সে কারণে কয়েকটি দেশ মিলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এমন কাণ্ডে ক্ষেপেছে ইরান। বার্তা সংস্থা তাসনিম ব্রিগেডিয়ার কো-অর্ডানেটিং কমান্ডার জেনারেল মোহাম্মদ রেজা নাকদির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তারা খুব দ্রুতই ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালি ও বিভিন্ন জলপথ বন্ধ করে দিতে চলেছে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ফিলিস্তিনে এ হামলার পেছনে মার্কিন সমর্থন রয়েছে বলে অভিযোগ ইরানের। তাদের হামলায় অন্তত ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া গৃহহীন হয়েছেন অসংখ্য মানুষ।
বিএনএ/ ওজি