বিএনএ, স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের পর আর জাতীয় দলে খেলা হয়নি তার। তবে নিয়মিত ছিলেন আইপিএলে। অবশেষে আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তী হরভজন সিং।
শুক্রবার ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী হরভজন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘সব ভালো কিছুরই শেষ আছে। আজ আমি এই খেলাটিকে বিদায় বলছি যা আমাকে জীবনে সবকিছু দিয়েছে। এই ২৩ বছরের যাত্রাকে যারা আনন্দময় ও স্মরণীয় করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সকলকে মন থেকে ধন্যবাদ, সকলের প্রতি কৃতজ্ঞতা।’
পাশাপাশি ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন হরভজন। তিনি বলেছেন, ‘ভারতের জার্সি গায়ে যখনই খেলতে নেমেছি, সেটার চেয়ে বড় অনুপ্রেরণা আর হয় না। কিন্তু একটা সময় আসে, যখন জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। জীবনে এগিয়ে যেতে হয়। গত কয়েক বছর ধরেই আমি প্রকাশ্যে এই ঘোষণাটা দিতে চাইছিলাম। আর আজ আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’
তিন ফরম্যাট মিলিয়ে ভারতের হয়ে ৩৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হরভজন সিং। এর মধ্যে ১০৩ টেস্টের ১৯০ ইনিংসে উইকেট শিকার করেছেন ৪১৭টি। ১০ উইকেট ৫ বার ও ৫ উইকেট ২৫ বার নিয়েছেন তিনি। ওয়ানডেতে ২৩৬ ম্যাচে তার শিকার ২৬৯টি উইকেট। আর ২৮ টি-টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা ২৫টি।
বিএনএনিউজ/এইচ.এম।