22 C
আবহাওয়া
১১:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সাভারে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৭ প্রতারক গ্রেপ্তার

সাভারে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৭ প্রতারক গ্রেপ্তার

সাভারে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৭ প্রতারক গ্রেপ্তার

বিএনএ, সাভার : সাভার এলাকায় অভিযান চালিয়ে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ৭ প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। এ সময় চাকরিপ্রার্থী ১২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- সেলিম হোসেন (২৯), সোহেল রানা (২৪), আজিজুল ইসলাম (২২), সোহান (১৮), জাহাঙ্গীর হোসেন (২১), ফারহানা আক্তার সীমু (১৮) ও তাসলিমা আক্তার (২০)। তাদের কাছ থেকে ২০০ কপি নিয়োগ বিজ্ঞপ্তি, ৫টি অব্যাহতি ফরম, ৩০টি নিয়োগ বিজ্ঞপ্তির ব্যানার, ৩টি যোগদানপত্র ও ১টি রেজিস্টার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, বুধবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া কলেজ মোড়স্থ তরিকুল ফোর স্টার সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামক কোম্পানিতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে ভুয়া চাকরিদাতা প্রতারক চক্রের ৭ জনকে আটক ও ১২ জন চাকরিপ্রার্থীকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটকরা সাধারণ জনগণের কাছ থেকে চাকরি দেয়ার মিথ্যা আশ্বাস দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলো। টাকা নেয়ার পর বিভিন্ন অফিসের ঠিকানা দিয়ে পাঠিয়ে দিতো এবং সেসব অফিসে গিয়ে ভুক্তভোগীরা কোনও কাজের সন্ধান না পেয়ে প্রতারকদের কাছে এসে টাকা ফেরত চাইলে তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দিতো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ