21 C
আবহাওয়া
১:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে কাল মুক্তি পাচ্ছে ‘দ্য গ্রেভ’

চট্টগ্রামে কাল মুক্তি পাচ্ছে ‘দ্য গ্রেভ’

‘দ্য গ্রেভ’

বিএনএ,চট্টগ্রাম: দেশের প্রথম বাইলিঙ্গুয়েল চলচ্চিত্র ‌‘দ্য গ্রেভ’ মুক্তি পেতে যাচ্ছে চট্টগ্রামে। ছবিটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই নির্মিত হয়েছে। ছবিটির বাংলা নাম ‘গোর’। সরকারি অনুদানে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন গাজী রাকায়েত।

শুক্রবার (২৫ ডিসেম্বর) চট্টগ্রামের সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি। আর নতুন বছরের প্রথমদিন ঢাকার স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পাবে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ছবিটির নির্মাতা গাজী রাকায়েত বিষয়টি নিশ্চিত করেছেন।

ছবিটি নিয়ে গাজী রাকায়েত বলেন, কিছু চলচ্চিত্র দুই ভাষায় নির্মাণের প্রয়োজন রয়েছে। সেই ভাবনা থেকেই ‘গোর’ ইংরেজি ভাষায়ও করা হয়েছে। অনেকে হয়তো ভাবতে পারেন, এটি ডাবিং চলচ্চিত্র। কিন্তু আমরা দুই ভাষায়ই আলাদা করে দৃশ্যধারণ করেছি।

জানা যায়, গল্পের ভিন্নতা ও ভাষার কারণে ছবিটির প্রতি আগ্রহ তৈরি হয়েছে বেশ আগেই। ১৭ ডিসেম্বর ইউটিউবে প্রকাশ হয় ছবির সাড়ে তিন মিনিট দৈর্ঘ্যের ট্রেলার।

ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছবির পরিচালক গাজী রাকায়েত নিজেই। এছাড়া অভিনয় করেছেন আশুল ইসলাম হিরু, মৌসুমী হামিদ, দীপাণ্ডিতা মার্কিন, মামুনুর রশিদ, শামীমা তুষ্ঠি, সুষমা সরকার, দিলারা জামান, এ কে আজাদসহ অনেকেই।

উল্লেখ, গাজী রাকায়েতের চিত্রনাট্যে ১৯৯৭ সালে ‘গোর’ নামে একটি ৫৫ মিনিটের নাটক নির্মাণ করেছিলেন নির্মাতা সালাহউদ্দিন লাভলু। এটিকেই উপজীব্য করে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ