19.5 C
আবহাওয়া
৪:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার মন্ত্রনালয়

ঢাকা (২৪ নভেম্বর): স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রথম সভা আজ রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অভ্‌ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-এ কমিশন প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় কমিশন সদস্য কো-অপ্ট করা, শিক্ষার্থী প্রতিনিধি মনোনয়ন, বিভাগীয় পরামর্শক সভা আয়োজন, লজিস্টিক সহায়তা, জনবল সহায়তা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকার ব্যবস্থা ও নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে জটিলতা বুঝতে ও সরকারকে এ বিষয়ে পরামর্শ প্রদানের সুবিধার্থে পার্বত্য চট্টগ্রাম থেকে একজন প্রতিনিধি, শিক্ষার্থী/গণআন্দোলনের একজন প্রতিনিধিকে মনোনয়ন প্রদান করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা, কমিশন সচিব ও কমিশন প্রধানের একান্ত সচিবকে বিভাগীয় পরামর্শক সভা আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা, সাচিবিক সহায়তার জন্য দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদান করা এবং জনবল সহায়তা প্রদানের অনুরোধ করা ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ