33 C
আবহাওয়া
৪:৩৫ অপরাহ্ণ - আগস্ট ১৫, ২০২৫
Bnanews24.com
Home » বসুন্ধরার ডিটারজেন্ট কারখানায় বিস্ফোরণ দগ্ধ ১০

বসুন্ধরার ডিটারজেন্ট কারখানায় বিস্ফোরণ দগ্ধ ১০

আগুন

বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসুন্ধরা পেপার মিলের ডিটারজেন্ট ইউনিটে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছে অন্তত ১০ জন শ্রমিক।

রোববার (২৪ নভেম্বর) সকাল দশটার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকায় কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

কারখানা কর্তৃপক্ষ জানান, দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউট এ ভর্তি করা হয়েছে। দগ্ধরা সবাই ওই কারখানার শ্রমিক ।

কারখানার শ্রমিক জানায়, বসুন্ধরা পেপার মিলের ইউনিট-১ এ এয়ারফ্রেশনার, ডিটারজেন্ট, এরোসল, হারপিক ও মশার কয়েল তৈরি করা হয়। সকাল দশটার দিকে কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গিয়ে মিসম্যাচ হয়ে পাইপলাইনে বিস্ফোরণ হয়৷ এ বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ ১০ শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের শরীরের অন্তত ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে৷ তাদেরকে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করছে। কারখানায় বিপুল পরিমাণে ক্যামিকেল রয়েছে। তবে আগুন বেশিদূর ছড়াতে পারেনি। কারখানার শ্রমিকরাই আগুন নেভাতে সক্ষম হন।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ