29 C
আবহাওয়া
১১:২৪ অপরাহ্ণ - এপ্রিল ২২, ২০২৫
Bnanews24.com
Home » ইবির সাদ্দাম হলে খসে পড়ছে ছাদের পলেস্তারা, নিরব প্রশাসন

ইবির সাদ্দাম হলে খসে পড়ছে ছাদের পলেস্তারা, নিরব প্রশাসন


বিএনএ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলের রান্নাঘরে ছাদের পলেস্তারা খসে পড়েছে। এছাড়াও সামান্য বৃষ্টি হলেই ডাইনিং ও টিভি রুমে ছাদ চুইয়ে পানি পড়ে। এসব কক্ষের অধিকাংশ দেয়াল স্যাঁতসেঁতে রূপ ধারণ করেছে। কারণ হিসেবে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে জোড়া-তালি সংস্কার’সহ নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে হলের শিক্ষার্থী ও ডাইনিং সংশ্লিষ্টদের পক্ষ থেকে।

বুধবার (২৩ নভেম্বর) রাত ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের রান্নাঘরে ছাদের আস্তরণ আকস্মিক ভাবে খসে পড়ে। এসময় সেখানে ৩ জন ডাইনিং কর্মী কাজ করছিলেন।

এ ঘটনায় ডাইনিং কর্মীরা অভিযোগ করে বলেন, অনেক দিন আগে থেকেই ছাদের এইরকম অবস্থা। সিমেন্ট, বালু দিয়ে অনেকবার কাজ করা হলেও কয়েকদিন যেতে না যেতেই আবার আগের মতো খসে পড়ে যায়। ডাইনিংয়ে আমরা মোট ৯-১০ জন কাজ করি। গতকাল যখন ঘটনাটি ঘটে তখন রান্না করছিলাম হঠাৎ করেই আস্তরণটি খসে পড়ে একটুর জন্য মাথায় পড়েনি। যদি মাথায় পড়তো বড় ধরনের দুর্ঘটনা হয়তো হয়ে যেতে পারতো।

তারা আরও বলেন, ওয়ালগুলোর এখন যে অবস্থা যেকোনো সময়েই যেকোনো অঘটন ঘটে যেতে পারে। এই বিষয়গুলো সব প্রভোস্টকেই জানানো হয়েছে। যে প্রভোস্ট দায়িত্বে আসে তাকেই জানানো হয় কিন্তু কোনো কাজ হয় না। গতকাল আনুমানিক সাতটার দিকে ঘটনাটি ঘটে। কয়েক মাস আগেও ছাদের আস্তরণ পড়ে মহাজনের পা কেটে গিয়েছিল এইজন্য আমরা সবসময় ভয়ে থাকি কখন আবার ছাদ খসে পড়ে।

এদিকে হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, বৃষ্টি হলেই টিভি রুম ও ডাইনিং রুমের দেয়াল ঘেঁষে পানি পরে। যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সুরাহা করবে এই প্রত্যাশা করি।

সাদ্দাম হোসেন হলের ডাইনিং ম্যানেজার বলেন, এর আগেও কয়েকবার রান্নাঘরে খসে পড়েছে ছাদের পলেস্তরা। এতে প্রাণহানির আশঙ্কা রয়েছে। কর্তৃপক্ষকে জানালেও তেমন সুরাহা মিলছেনা।

এ বিষয়ে সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, এই ঘটনাটি আমি শুনেছি কিন্তু ঘটনার পর আমি আর অফিসে যায়নি। ঘটনাটি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া লাগবে। আমি কয়েকদিন আগেই লক্ষ করেছি ওখানকার ছাদের পুরোটাই ড্যামেজ হয়ে গিয়েছে। এখন ইন্জিনিয়ারিং অফিস কি করে দেখি যদি কোনো ব্যবস্থা না নেয় তখন হল থেকেই ব্যবস্থা করতে হবে। আর আমি হলের কর্মচারীদেরকে এই কয়েকদিন সাবধানে চলাফেরা করার জন্য বলেছি।

বিএনএ/তারিক,এমএফ

Loading


শিরোনাম বিএনএ