25 C
আবহাওয়া
৪:০০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » পঙ্গু হাসপাতালে গোলাগুলিতে কর্মচারী গুলিবিদ্ধ, আটক ১

পঙ্গু হাসপাতালে গোলাগুলিতে কর্মচারী গুলিবিদ্ধ, আটক ১


বিএনএ,ডেস্ক : রাজধানীর পঙ্গু হাসপাতালের ভিতরে ঢুকে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে।এতে মোহাম্মদ রুবেল (৩৬) নামে এক আউটসোর্সিং কর্মচারী গুলিবিদ্ধ হয়েছে। গুলি করে পালিয়ে যাওয়ার সময় বিদেশি পিস্তলসহ আটক হয়েছে রনি শেখ নামে একজন। রনিকে আটক করে সেখানকার আনসার সদস্যরা। পরে অস্ত্রসহ পুলিশের কাছে সোপর্দ করা হয় ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া। তিনি বলেন, পঙ্গু হাসপাতালে গুলির ঘটনার বিস্তারিত জানতে আমরা কাজ করছি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ রুবেলকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় হাসপাতালে পুলিশ সেনাবাহিনী বিজিবি উপস্থিত রয়েছে। আগারগাঁও পঙ্গু হাসপাতালে গোলাগুলির ঘটনার কারণ এখনো বিস্তারিত জানা যায়নি।

বিএনএ/আজিজুল, ওজি /এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ