বিএনএ, জাবিঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির আওতাভুক্ত ক্যাম্পেইন আয়োজনের মধ্য দিয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে শুরু হয় নিসচার মূল কর্মসূচি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক জনাব মহিবুর রৌফ শৈবাল এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক ও ধামরাই উপজেলা উপজেলা শাখার সম্মানিত সভাপতি নাহিদ মিয়া, সড়ক দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এম রাশেদ হাসান, কার্যকরী সদস্য মো. আকাশ মিনা, ইকবাল হোসেন অপু ও তানভীর আহমেদ, সাভার থানা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব ইসমাইল হোসেন, কার্যকরী সদস্য আবদুল মতিন, আজিজুর রহমান, আশুলিয়া থানা শাখার প্রচার সম্পাদক মো. হৃদয় সহ অন্যান্য সদস্যবৃন্দ।
ক্যাম্পেইনজুড়ে বিভিন্ন মটর সাইকেল আরোহী, রিকশা চালক এবং সাধারণ পথচারীদের পথচলার ব্যাপারে সঠিক নিয়মকানুন জানানোসহ অন্যান্য সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। অতঃপর চৌরঙ্গী ক্যাম্পেইন চালিয়ে শেষে প্রান্তিক গেইটে ক্যাম্পেইনটির সমাপ্তি ঘোষণা করা হয়।
নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক ও ধামরাই উপজেলা শাখার সভাপতি নাহিদ মিয়া বলেন, ‘জাতিসংঘের হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর প্রায় ২৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। যারা হেলমেট বিহীন তারা বুঝুন জীবন একটাই আর এ জীবন কে ভালোবাসতে হবে। যারা রাস্তায় চলাচলের সময় মোবাইলে কথা বলেন, তাদের কে অনুরোধ, রাস্তা পার হওয়ার পর কথা বলুন। রাস্তা খুবই ঝুঁকিপূর্ণ জায়গা।এই রাস্তা চিনে না কোনো মন্ত্রী মহোদয় কে,স্টুডেন্ট কে! অনেকেই এই সড়ক দূর্ঘটনায় মারা গেছে এমনকি, আইন মন্ত্রী আনিসুল হক এর স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা গেছে! সড়ক দুর্ঘটনা কাউকে চিনে না! তাই সড়ক দুর্ঘটনা রোধে নিজেকেই সচেতন হতে হবে। সড়কে নিরাপদ ভাবে চলতে হলে আইন মানতে হবে। ইলিয়াস কাঞ্চন চায় আপনারা আইন মানুন।’
তািনি আরো বলেন,’বাংলাদেশের ২০% নারী সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। তাই নারীদের কে সাবধানে চলতে হবে, তাদের ওড়না যাতে রিকশায় পেচিয়ে দুর্ঘটনার কারণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
সড়কপথের সকল আইনকানুন ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে সর্বত্রই মেনে চলতে হবে এবং সরকারের সাথে একাত্ম হয়ে সকল সড়কযোদ্ধাদের সড়কপথের নিরাপত্তায় যথাসাধ্য কাজ করতে হবে।’
এ সময় নিসচা জাবি শাখার আহ্বায়ক এস এন সোহেল রানা বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সড়ক সচেতনতা বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন চালিয়ে মানুষকে সচেতন করা হয়। মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার করা, ক্যাম্পাসে গতিসীমা ঠিক রেখে মোটরসাইকেল চালানো, রিকশার গতি নিয়ন্ত্রন করা সহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালাই আমরা। আমাদের এ প্রচারণা চলতেই থাকবে। কেন্দ্রীয় কমিটি, ধামরাই উপজেলা, সাভার থানা, আশুলিয়া থানা শাখার সড়ক যোদ্ধাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।’
বিএনএ/সানভীর, ওজি