বিএনএ, ঢাকা:১৭ থেকে ২৩ অক্টোবর প্রথমবারের মতো রাশিয়া ও চীনের রণতরী যৌথ মহড়া দিয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার(২৩ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে। প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে এই মহড়া হয় বলে জানা গেছে।
এই মহড়া সাম্প্রতিক সময়ে মস্কো ও বেইজিংয়ের মধ্যকার সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়টিই সামনে নিয়ে এলো।
এদিকে, চীন আর রাশিয়ার এই সামরিক মহড়া গভীরভাবে পর্যবেক্ষণ করেছে জাপান। চলতি সপ্তাহের শুরুতে জাপান জানিয়েছিল চীন ও রাশিয়ার অন্তত ১০টি নৌযান সুগারু প্রণালী অতিক্রম করেছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টহলের অংশ হিসেবে কয়েকটি জাহাজ প্রথমবারের মতো সুগারু প্রণালী অতিক্রম করেছে। ওই প্রণালীকে আন্তর্জাতিক জলসীমার অংশ মনে করা হয়।
বিএনএ/ওজি