14 C
আবহাওয়া
৯:১৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » রাষ্ট্রায়ত্ত পাকিস্তান এয়ারলাইনস বিক্রি হচ্ছে

রাষ্ট্রায়ত্ত পাকিস্তান এয়ারলাইনস বিক্রি হচ্ছে


বিএনএ, বিশ্বডেস্ক :   বিপুল লোকসানের মুখে রাষ্ট্রায়ত্ত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি প্রাইভেটাইজেশন কমিটির বরাত দিয়ে খবরে বলা হয়েছে, পিআইএ বেসরকারি খাতে পরিচালনার জন্য নিলামের মাধ্যমে বিক্রি হবে এবং আগামী ১ অক্টোবর এই নিলাম অনুষ্ঠিত হবে।

ন্যাশনাল অ্যাসেম্বলি প্রাইভেটাইজেশন কমিটির চেয়ারম্যান ফারুক সাত্তার জানিয়েছেন, এই নিলাম অনুষ্ঠান লাইভ দেখানো হতে পারে। ছয়টি কোম্পানি এই এয়ারলাইনস কেনার জন্য নিলামে অংশ নেবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংস্কারের অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেওয়া শর্ত অনুযায়ী লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনসের ৫১ থেকে ১০০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রি করে দেওয়ার ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ