25 C
আবহাওয়া
১:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নড়াইলে খালেদা জিয়ার মামলা খারিজ

নড়াইলে খালেদা জিয়ার মামলা খারিজ

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ শুনানি ৩১ জুলাই

বিএনএ, নড়াইল : নড়াইলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে করা মানহানির মামলা খারিজ করেছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নড়াইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার।

তিনি বলেন, আজ মঙ্গলবার মামলার নির্ধারিত তারিখ ছিল । বিচারক ২৪৭ ধারায় মামলাটি খারিজ করে দেন।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এক অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা এবং বঙ্গবন্ধুর নাম উল্লেখ না করে বক্তব্য দেন। এই বক্তব্যের বিরুদ্ধে অভিযোগ এনে নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল গ্রামের ইউসুফ ফারুকীর ছেলে রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে ওই বছরের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে খালেদা জিয়াকে অভিযুক্ত করে ২০১৬ সালের ১৬ মার্চ প্রতিবেদন দাখিল করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ