17 C
আবহাওয়া
৫:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সীতাকুণ্ডে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সীতাকুণ্ডে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম : সীতাকুণ্ড থানার দক্ষিণ সোনাইছড়ি এলাকা থেকে ১০ মামলার আসামি দেলোয়ার হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব।তিনি গত ২৮ জুলাই সংঘটিত চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামী্। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।দেলোয়ার সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম আসামি মো. দেলোয়ার হোসেন দক্ষিণ সোনাইছড়ি এলাকায় অবস্থান করার তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার  বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় গণধর্ষণ, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন, মারামারি, চুরি ও সরকারি কাজে বাধাদানসহ ১০টি মামলা রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ