21 C
আবহাওয়া
৮:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » মেয়েদের খেলার জন্য আলাদা মাঠ চাইলেন সাবিনা

মেয়েদের খেলার জন্য আলাদা মাঠ চাইলেন সাবিনা

আলাদা মাঠ চাইলেন সাবিনা

বিএনএ ডেস্ক: সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও তার পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরায় জেলা প্রশাসন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবং দুপুর ২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবিনা খাতুন ও তার মা মমতাজ বেগম, বোন শিরিনা আক্তার এবং প্রয়াত কোচ আকবর আলীর স্ত্রী রেহানা আক্তার।

অনুষ্ঠানে সাবিনা খাতুনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, মাহমুদ হাসান মুক্তিসহ আরও অনেকে।

সংবর্ধনা অনুষ্ঠানে সাবিনা খাতুন বলেন, সাতক্ষীরাবাসীর আন্তরিকতা ও ভালোবাসায় তিনি মুগ্ধ। জানান, যখন ফুটবল খেলা শুরু করেছেন তখন স্বপ্ন ছিল সাউথ এশিয়া গেমসে খেলবেন এবং ভালো পারফরম্যান্স দেখাবেন। সেটা করতে পেরে সার্থক তিনি।

প্রয়াত কোচ আকবর আলীর কথা তুলে ধরে তিনি বলেন, আমার ফুটবল শেখার জন্য সবচেয়ে বেশি অবদান তার। তার কথা চিরদিন স্মরণে রাখতে চান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে মেয়েদের জন্য আলাদা মাঠ চাইলেন সাবিনা
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়েদের জন্য আলাদা মাঠ চাইলেন সাবিনা

ফুটবল খেলা নিয়ে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন উল্লেখ করে সাবিনা খাতুন বলেন, সাতক্ষীরায় মেয়েদের খেলার জন্য আলাদা কোনো মাঠ নেই। একটা সময় প্র্যাকটিস করার সময় অনেক ছেলেরা ক্রিকেট খেলে আমাদের ব্যাঘাত ঘটাতো।

সাবিনা খাতুন মেয়েদের খেলার জন্য আলাদা মাঠের ব্যবস্থা করার প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

জেলা পুলিশের আয়োজনে পৃথক সংবর্ধনায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর থানার ওসি কাইয়ুম প্রমুখ।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা খাতুন দুটি হ্যাটট্রিকের পাশাপাশি ৮টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হন। শুক্রবার তাকে সাতক্ষীরায় ওরিয়ন স্পোর্টস একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ