20 C
আবহাওয়া
১২:১৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ধর্ষণ মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা অনিক গ্রেফতার

ধর্ষণ মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা অনিক গ্রেফতার

ধর্ষণ মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা অনিক গ্রেফতার

বিএনএ, কুমিল্লা: কুমিল্লা’য় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণে সহায়তা করায় র‌্যাব-১৫ কক্সবাজার এর হাতে আটক হন কুমিল্লা উত্তর জেলার বহিষ্কৃত ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক(৩৫)। শনিবার( ২ ৪শে সেপেটম্বর দুপুর ১২টায় র‌্যাব-১৫ সিপিএসসি কক্সবাজার কলাতলী এলাকায় অভিযান চালিয়ে আবাসিক হোটেল সোনার বাংলা হতে আবু কাউছার অনিককে আটক করে।

র‌্যাব-১৫ এর সূত্র মতে জানা যায়-আবু কাউছার অনিকের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে ভিকটিম বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং:৩৭/৭৮৮, জিআর:৭৮৮/২০২২। উক্ত মামলায় বাদী ৪জনকে আসামী করে। এফআইআর ভুক্ত আসামীরা হলেন ১নং আসামী আরব আলী(২৭), পিতা: তাজুল ইসলাম, স্থায়ী ঠিকানা: সাং: পরিহলপাড়া, থানা: বুড়িচং, ২নং আসামী জিলানী(৩৮), পিতা: মোহাম্মদ আলী ভূইয়া, সাং:মাধাইয়া,থানা: চান্দিনা, ৩নং আসামী আবু কাউসার(৩৫),(প্রকাশ অনিক) পিতা: ফজলু মিয়া, সাং: নুরপুর(নুরপুর হাই স্কুলের পূর্ব দিকে), থানা: দেবিদ্বার ও ৪নং আসামী শাহজাহান মিয়া(৪০),পিতা:মনু মিয়া, সাং: নুরপুর(সরকার বাড়ী), থানা:দেবিদ্বার, সর্ব জেলা: কুমিল্লা। ১নং আসামীকে কয়েকদিন পূর্বে কুমিল্লা কোতোয়ালী মডেল থানা পুলিশ আটক করার তথ্য পাওয়া গেছে। ১নং আসামীকে আটক করার পর ২নং,৩নং ও ৪নং আসামীরা কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। তবে র‌্যাব-১৫ এর হাত থেকে রক্ষা পাননি ধর্ষণে সহযোগিতাকারী ৩নং আসামী আবু কাউছার(৩৪) ওরফে অনিক।

তিনি নিজেকে ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলার সাবেক সভাপতি হিসেবে পরিচয় দেন। ২৪শে সেপেটম্বর দুপুর ১২টায় র‌্যাব-১৫ সিপিএসসি কক্সবাজার কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে আবাসিক হোটেল সোনার বাংলা হতে মামলার ৩নং আসামী আবু কাউছার অনিককে আটক করে। এসময় অনিক তাহার ব্যবহৃত প্রাইভেটকার চট্টমেট্টো গ- ১১-৯৩১৪’তে উঠার চেষ্টা করেছিল।

এ বিষয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন র‌্যাব-১৫ এর অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল খাইরুল আলম প্রতিবেদককে মুঠো ফোনে জানান-২৪শে সেপ্টেম্বর সকাল থেকে আমাদের চৌকস র‌্যাবের আভিযানিক দল এজাহারনামীয় ৩নং আসামী আবু কাউছারকে আটকের জন্য তৎপর ছিলেন। পরবর্তীতে র‌্যাব-১৫ সিপিএসসি কক্সবাজার ক্যাম্পের গোয়েন্দা সংবাদের ভিত্তিতে  কলাতলী সোনার বাংলা আবাসিক হোটেল থেকে তাকে আটক করা হয়।

বিএনএ/ আব্দুল্লাহ আল মানছুর, ওজি

Loading


শিরোনাম বিএনএ