19 C
আবহাওয়া
১০:৫২ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

লিওনেল মেসি

বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির জোড়া গোলসহ দলের পক্ষে আরেকটি গোল করেন ইন্টার মিলান ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ।

বাংলাদেশ সময় শনিবার(২৪ সেপ্টেম্বর) সকালে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

আর্জেন্টিনার পক্ষে ১৬মিনিটের মাথায় লাউতারো মার্তিনেজ প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের খেলার শেষ মিনিটে পেনাল্টি শট থেকে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসি।  দ্বিতীয়ার্ধের খেলার ৬৯ মিনিটের মাথায় মেসি দলের পক্ষে তৃতীয় গোল করেন।  আন্তর্জাতিক অঙ্গনে এটা মেসির ৮৮তম গোল।

হ্যাটট্রিক করার সুযোগও ছিল মেসির। বেশ কিছু সহজ সুযোগ পেয়েছিলেন। ৮৪তম মিনিটে তো তার নেওয়া শট ক্রসবার ঘেঁষে লক্ষ্যভ্রষ্ট হয়। তবে টানা ৩৪ ম্যাচ অপরাজিত রইলো মেসিরা। বিশ্বকাপের আগে আগামী বুধবার দ্বিতীয় প্রীতি ম্যাচে জ্যামাইকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ