25 C
আবহাওয়া
৮:০৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় দুর্বৃত্তের আগুনে পুড়লো ইউনিয়ন পরিষদ

আনোয়ারায় দুর্বৃত্তের আগুনে পুড়লো ইউনিয়ন পরিষদ


বিএনএ, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৫নং বরুমচড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের ভেন্টিলেটর ভেঙে রাতের আধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পরিষদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ইলেকট্রনিক মেশিন পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর ) ভোর রাত ৪টার দিকে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

ইউনিয়ন পরিষদ কর্মকর্তারা জানায়, শুক্রবার ভোর রাত সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার দিকে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের ভেন্টিলেটর ভেঙে আগুন দেয়। ভোরে যখন মুসল্লিরা নামাজ পড়তে উঠে পরিষদের কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখলে চেয়ারম্যান , ডিজিটেল সেন্টারের উদ্যোক্তা ও সচিবকে খবর দেয় । তারা এসে কার্যালয়ে রুম খুলে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময়ের মধ্যে পরিষদের প্রায় জিনিস পুড়ে ছাই হয়ে যায়।

এর মধ্যে রয়েছে , ১টি ফটোস্ট্যাট মেশিন, ১টি প্রিন্টার, ২টি ল্যাপটপ ,১টি ডিজিটাল ক্যামেরা,২টি সোলার প্যানেল, সার্ভার লাইন ও মিটার বোর্ড, ৬টি জন্ম ও মৃত্যু নিবন্ধন ফরমের বই, ট্রেড লাইসেন্স,ইউনিয়ন পরিষদের প্যাড,আলমারি, ফ্যান, আসবাবপত্র সহ বেশ কিছু মালামাল পুড়ে যায়।

বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহদাত হোসেন চৌধুরী জানান, কিছু কুচক্রী মহল গভীর রাতে আমাদের অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সচিবের কক্ষে আগুন দেয় । এতে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ইলেকট্রনিক মেশিন পুড়ে যায়। দুর্বৃত্তকারী যেই হোক তাকে আইনের আওতায় এনে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।

এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ