15 C
আবহাওয়া
১১:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রামে কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রামে কিশোরীর আত্মহত্যা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে পাখির মৃত্যুশোকে জান্নাতুল ফেরদৗস (১৩) নামে এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (২৩ আগস্ট) রাত ৮টায় খুলশী থানার আমবাগানের এক্সিয়েন কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল গোপালগঞ্জ জেলার মুজিবর রহমানের মেয়ে বলে জানা গেছে।

আরও পড়ুন: চবিতে ছাত্রদলের বিক্ষোভ

বৃহস্পতিবার (২৪ আগস্ট) খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, জান্নাতুল ফেরদৌস নামে ওই মেয়েটির একটি শালিক পাখি ছিল। পাখিটি কথাও বলতে পারতো। গত পরশু রাতে মেয়েটি শালিক পাখি নিয়ে ঘুমিয়েছিল। ঘুমানোর সময় শালিক পাখিটি তার গায়ের নিচে চাপা পড়ে মারা যায়। এতে মেয়েটি প্রচুর কষ্ট পায়।

এসআই আরও বলেন, মেয়েটির বাবা পেশায় সিএনজি অটোরিকশা চালক ও মা গার্মেন্টেসে চাকরি করতো। গতকাল সারাদিনও মেয়েটি স্বাভাবিক ছিল। মাগরিবের পরে তার বাবা ঘরে নাস্তা এনে দিয়ে বের হয়ে যায়। ভাই-বোন একসাথে মিলে নাস্তাও করে। এরপর ছোট ভাই ঘর থেকে বের হয়ে গেলে ঘরের ভেতরে চালের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে মেয়েটি আত্মহত্যা করে। আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছি।

আরও পড়ুন: ‘গোয়িং হোম’ এবার চট্টগ্রামের প্রেক্ষাগৃহে

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
প্রস্তুত ওয়াশিংটন ডিসি: শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প দেশে বিনিয়োগের আহবান জানাতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা রিসোর্টে ১৬ প্রেমিক যুগল আটক, বিয়ের চাপ পাহাড়ে অবৈধ বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ  পরিবেশ দূষণবিরোধী অভিযানে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম মহানগরীর খালগুলোকে স্বাভাবিক গতিপথে রাখতে হবে-পানি সম্পদ উপদেষ্টা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জানুয়ারিতে ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা