বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে পাখির মৃত্যুশোকে জান্নাতুল ফেরদৗস (১৩) নামে এক কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (২৩ আগস্ট) রাত ৮টায় খুলশী থানার আমবাগানের এক্সিয়েন কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল গোপালগঞ্জ জেলার মুজিবর রহমানের মেয়ে বলে জানা গেছে।
আরও পড়ুন: চবিতে ছাত্রদলের বিক্ষোভ
বৃহস্পতিবার (২৪ আগস্ট) খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, জান্নাতুল ফেরদৌস নামে ওই মেয়েটির একটি শালিক পাখি ছিল। পাখিটি কথাও বলতে পারতো। গত পরশু রাতে মেয়েটি শালিক পাখি নিয়ে ঘুমিয়েছিল। ঘুমানোর সময় শালিক পাখিটি তার গায়ের নিচে চাপা পড়ে মারা যায়। এতে মেয়েটি প্রচুর কষ্ট পায়।
এসআই আরও বলেন, মেয়েটির বাবা পেশায় সিএনজি অটোরিকশা চালক ও মা গার্মেন্টেসে চাকরি করতো। গতকাল সারাদিনও মেয়েটি স্বাভাবিক ছিল। মাগরিবের পরে তার বাবা ঘরে নাস্তা এনে দিয়ে বের হয়ে যায়। ভাই-বোন একসাথে মিলে নাস্তাও করে। এরপর ছোট ভাই ঘর থেকে বের হয়ে গেলে ঘরের ভেতরে চালের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে মেয়েটি আত্মহত্যা করে। আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছি।
আরও পড়ুন: ‘গোয়িং হোম’ এবার চট্টগ্রামের প্রেক্ষাগৃহে
বিএনএনিউজ/বিএম