বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, লোডশেডিংয়ের ফলে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে। শুধুমাত্র গতকালই (মঙ্গলবার) সাশ্রয় হয়েছে ১১ হাজার থেকে ১৩ হাজার মেগাওয়াট। আজ থেকে আগামী ১৫ দিন সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া হবে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত।
বুধবার (২৪ আগস্ট)সকালে সচিবালয়ে সাংবাদিকদের নিকট এমন তথ্য প্রকাশ করেন তিনি।
অফিস সময়সূচি এগিয়ে নিয়ে আসায় পিক আওয়ার পরিবর্তন হয়েছে। এর ফলে বিদ্যুৎ খরচ ১০টার পরিবর্তে সকাল ৯টা থেকে শুরু হয়েছে। আগামী এক সপ্তাহ এ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।
জ্বালানি সাশ্রয়ে বুধবার (২৪ আগস্ট) থেকে নতুন নিয়মে অফিস করছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। নতুন এ নিয়মে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে অফিস। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে দুদিনের ছুটি ও ব্যাংকিং সময়েও পরিবর্তন এনেছে সরকার।
বিএনএনিউজ২৪,জিএন