বিএনএ ডেস্ক: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিস আদালতের সময় পরিবর্তন করা হয়েছে। বুধবার (২৪ আগস্ট) থেকে সচিবালয়সহ দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৮টা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে। নতুন নিয়ম অনুযায়ী ব্যাংক খোলা হবে সকাল ৯টায়। কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।
শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। এখন থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান শুক্র ও শনিবার দুই দিন বন্ধ থাকবে। এছাড়া আমনের সেচ সুবিধায় মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার।
মন্ত্রিসভায় সিদ্ধান্তের পর সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি অফিস ও ব্যাংক বিমার অফিস সময়সূচির পরিবর্তন করা হলেও ব্যক্তি-মালিকানাধীন অফিস এবং বেসরকারি অফিসের বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি।
গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। পরে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়।
বিএনএনিউজ২৪/ এমএইচ