29 C
আবহাওয়া
৯:০১ অপরাহ্ণ - জুলাই ২৫, ২০২৫
Bnanews24.com
Home » পোশাক নিয়ে নির্দেশনা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক

পোশাক নিয়ে নির্দেশনা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক


বিএনএ,ঢাকা:  কর্মীদের পোশাক পরিধান নিয়ে জারি করা নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের কিছু অভ্যন্তরীণ সভায় সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় শালীন পোশাক পরিধানের বিষয়ে আলোচনা হয়েছিল। এটা কোনো নীতিগত সিদ্ধান্ত বা বাধ্যতামূলক নির্দেশনা ছিল না। শুধুই একটি প্রস্তাবনা ছিল।’

তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর তা বিদেশে অবস্থানরত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের দৃষ্টিগোচর হয়। এ নিয়ে গভর্নর অসন্তোষ প্রকাশ করেন। তাঁর নির্দেশেই এই আলোচনা থেকে তাৎক্ষণিকভাবে সরে আসে বাংলাদেশ ব্যাংক।

আরিফ হোসেন খান বলেন, ‘গভর্নরের পরামর্শে বিষয়টি প্রত্যাহার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো সিদ্ধান্ত নিলে তা আনুষ্ঠানিকভাবে সার্কুলার আকারে প্রকাশ করা হবে।’

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ