চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে পণ্য ডেলিভারি স্বাভাবিক রয়েছে। পাশাপাশি বেসরকারি আইসিডিগুলোতে স্টাফিং আনস্টাফিং কাজ কর্ম স্বাভাবিক চলছে। জাহাজে কন্টেইনার ওঠানামার কাজও যথারীতি চলছে বলে বন্দর সূত্র জানিয়েছে। বুধবার(২৪ জুলাই) বন্দর ও কাস্টমসসহ আগ্রাবাদ ও আশপাশের এলাকায় ইন্টারনেট সেবা চালু হওয়ায় পণ্য ডেলিভারির গতি বৃদ্ধি পেয়েছে।
দিনের শুরুতে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউস, সিএন্ডএফ, শিপিং এজেন্ট, কন্টেইনার লাইনসমূহের অফিসে উপস্থিতি ছিল খুব স্বাভাবিক। যদিও সরকারের পক্ষ থেকে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিস খোলা রাখতে বলা হয়েছে।
গত মঙ্গলবার বন্দর থেকে বেসরকারি আইসিডিগুলোতে সহস্রাধিক টিউস পণ্য ডেলিভারি হয়েছে।
বন্দর সূত্র মতে, গত সোমবার বন্দরের ইয়ার্ডে ৪২ হাজার ১৫০ টিইইউএস কার্গো ছিল।
বিএনএ, এসজিএন