27 C
আবহাওয়া
৯:২৩ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৫
Bnanews24.com
Home » সুদানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯

সুদানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯


বিএনএ, বিশ্বডেস্ক : সুদানে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে চার সৈন্যসহ নয়জন নিহত হয়েছে।

স্থানীয় সময় রোববার রাতে সুদানের পূর্বাঞ্চলে অবস্থিত পোর্ট সুদান বিমানবন্দরে আন্তনভ বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানে থাকা এক শিশু বেঁচে গেছে।

দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ হিসেবে সেনাবাহিনীর বিবৃতিতে ‘কারিগরি সমস্যা’র কথা উল্লেখ করা হয়েছে।

গত ১৫ এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী এবং তাদের প্রতিন্দ্বন্দ্বী প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে এ পর্যন্ত ১ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে।

সুদানে চলমান যুদ্ধে ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ৭ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পার্শ্ববর্তী দেশ মিশর, চাদ ও দক্ষিণ সুদানে পালিয়ে গেছে।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ