(FIFA Women’s World Cup Australia & New Zealand 2023)
স্পোর্টস ডেস্ক: ২০ জুলাই থেকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে শুরু হয়েছে নারী ফুটবল বিশ্বকাপ ২০২৩। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। নবম নারী ফুটবল বিশ্বকাপে ভিন্ন ভিন্ন ম্যাচে আজ মাঠে নামবে আলবিসেলেস্তে ও সেলেসাও নারীরা।
নিউজিল্যান্ডের ইডেন পার্কে বাংলাদেশ সময় দুপুর ১২টায় দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তে নারীরা। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় বিকাল ৫টায় অস্ট্রেলিয়ার কুপারস স্টেডিয়ামে মাঠে নামবে সেলেসাও নারীরা। ম্যাচ দুইটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস। এছাড়া মোবাইলে দেখতে গুগল প্লে স্টোরে থেকে টি-স্পোর্টস এপ্পটি ডাউনলোড করে দেখতে পারবেন খেলা দুইটি। এছাড়া ফটমবে স্কোর দেখতে এই লিংকে ক্লিক করুন-(fotmob)।
গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে ইতালির বিপক্ষে। অপরদিকে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে পানামার বিপক্ষে।
ব্রাজিল দল
গোলরক্ষক: বার্বারা, কামিলা, লেটিসিয়া ইজিডোরো
ডিফেন্ডার: অ্যান্থনিয়া, ব্রুনিনহা, কাথেলেন, লাউরেন, মনিকা, রাফায়েল্লে, তামিরেস
মিডফিল্ডার: আদ্রিয়ানা, আরি, আনা ভিটোরিয়া, দুধা সাম্পাইও, কেরোলিন, লুয়ানা
ফরোয়ার্ড: আন্দ্রেসা আলভেজ, বিয়া জানেরেত্তু, গাবিনহা, গাবি নুনেজ, গেইস, মার্তা, রাইসলা
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: আবিগেল শ্যাভেস, ভ্যানিনা কোরেয়া, লারা এসপোন্ডা
ডিফেন্ডার: সোফিয়া ব্রাউন, গ্যাব্রিয়েলা শ্যাভেজ, আলদানা কমেটি, জুলিয়েটা ক্রুজ, আদ্রিয়ানা মারিয়া শ্যাক্স, চিয়ারা সিঙ্গারেলা, এরিকা লনিগ্রো
মিডফিল্ডার: লরেনা বেনিটেজ, ডায়ানা ফালফান, ক্যামিলা গোমেজ আরেস, ডালিলা ইপপোলিটো, মরিয়ম মায়োরগা, ভেনেসা সান্তানা
ফরোয়ার্ড: এস্তেফানিয়া বানিনি, ফ্লোরেন্সিয়া বনসেগুন্ডো, মারিয়ানা ল্যারোকুয়েট, রোমিনা নুনেজ, ইয়ামিলা রদ্রিগেজ, এলিয়ানা স্টেবিল, পলিনা গ্রামাগলিয়া।
বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা