22 C
আবহাওয়া
৮:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ভোটার আনা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়: নির্বাচন কমিশনার আনিছুর

ভোটার আনা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়: নির্বাচন কমিশনার আনিছুর


বিএনএ, চট্টগ্রাম : নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, প্রার্থীরা ভোটার উপস্থিতি করবেন তাদের প্রচার প্রচারণার মাধ্যমে। কেন্দ্রে ভোটার নিয়ে আসা নির্বাচন কমিশন কিংবা নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব নয়।

রোববার (২৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আনিছুর রহমান বলেন, “ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার কম ছিল। এখন কেমন হবে তা বলা মুশকিল। জাতীয় নির্বাচনের প্রাক্কালে উপনির্বাচন হচ্ছে। সে কারণে হয়ত মানুষের আগ্রহ কিছুটা কম থাকবে। সাড়ে পাঁচ মাসের মতো সংসদের মেয়াদ আছে আর।”

ঢাকায় প্রার্থীর ওপর হামলা প্রসঙ্গে আনিছুর রহমান বলেন, “যে ঘটনা ঘটেছে, তা অনাকাঙ্ক্ষিত। নির্বাচন শেষ হওয়ার কয়েক মিনিট আগে এ ঘটনা ঘটেছে। সেটা তদন্তাধীন। যারাই করুক, তদন্তে বের হয়ে আসবে।”

ইভিএমে একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে আনিছুর রহমান বলেন, ‘আমরা আগেও বলেছি, এখন ভোট ডাকাতির কোনো সুযোগ নেই। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকে, আমরা অনেক ক্যামেরা একসঙ্গে ফলো করি, জুম করে দেখি। ভোটার ছাড়া কেউ ঢুকছে কি না। শুধু গোপন কক্ষ, যেখানে ভোটটা প্রদান করা হয়, সেখানে আমরা দেখতে পারি না। সেখানেও যদি সিসি ক্যামেরা লাগিয়ে রাখি, তাহলে তো আমরা মামলার আসামি হয়ে যাব।’

চট্টগ্রাম-১০ আসনের ১৫৬ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে উল্লেখ করে তা কয়েক দিনের মধ্যে শেষ হবে বলে নির্বাচন কমিশনার জানান।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

 

Loading


শিরোনাম বিএনএ