20 C
আবহাওয়া
৯:৩২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ফকির আলমগীর বেঁচে থাকবেন তাঁর গানে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ফকির আলমগীর বেঁচে থাকবেন তাঁর গানে– তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শিল্পী ফকির আলমগীর

বিএনএ, ঢাকা: একুশে পদকপ্রাপ্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ।

শনিবার(২৪জুলাই) এক শোকবার্তায় ৭১ বছর বয়সে গতকাল রাজধানীর একটি হাসপাতালে এই জননন্দিত শিল্পীর  প্রয়াণের সংবাদে মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ শোকবার্তায় বলেন, ক্রান্তি শিল্পীগোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর হয়ে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে, মহান মুক্তিযুদ্ধে কণ্ঠযোদ্ধা হিসেবে এবং নব্বইয়ের স্বৈরশাসনবিরোধী আন্দোলনে অসামান্য ভূমিকা রাখা ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ফকির আলমগীর তাঁর গানের মধ্যে দিয়ে এদেশের মানুষের মাঝে বেঁচে থাকবেন।

বিএনএ

Loading


শিরোনাম বিএনএ