বিএনএ, স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণপদকটি জয় করেছেন চীনের নারী শুটার ইয়াং ছিয়ান। নারীদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে চ্যাম্পিয়ন হন।
আসাকা শুটিং রেঞ্জে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ২৫১.৮ স্কোর গড়ে রাশিয়ার আনাস্তাসিয়া গালাশিনাকে পেছনে ফেলে স্বর্ণ জিতেন ইয়াং। সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন পেয়েছেন ব্রোঞ্জ। শেষ শটে স্নায়ুর চাপ ধরে রেখে ৯.৮ স্কোর গড়েন ২১ বছর বয়সী ইয়াং। রাশিয়ার প্রতিযোগী ০.৭ স্কোর পেছনে থেকে পেয়েছেন রুপা।
২০০০ সালে ২১ বছর বয়সী ইয়ান ছিয়ানের জন্ম। খেলাধুলার পাশাপাশি তিনি লেখাপড়ায়ও ভালো। ২০১৭ সালে তিনি চীনের বিশ্ববিদ্যালয় ভর্তি-পরীক্ষায় খুবই ভালো করেন এবং চীনের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় সিংহুয়া-তে ভর্তি হন।
বিএনএনিউজ/এইচ.এম।