20 C
আবহাওয়া
১:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » রামেকে করোনায় গেল আরও ১১ প্রাণ

রামেকে করোনায় গেল আরও ১১ প্রাণ


বিএনএ, রাজশাহী: গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও ১১ জন মারা গেছেন। এরমধ্যে করোনায় ৭ জন এবং উপসর্গ নিয়ে ৪ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ৫৪ দিনে রামেকে সবমিলিয়ে ৭৮৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় যে ১১ জন মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর ৬, পাবনায় ২, নাটোর, নওগাঁ, কুষ্টিয়া ১ জন করে মারা গেছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১৪০ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৯১ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬৫ ভাগ।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরও উপচে পড়ছে রোগীর সংখ্যা। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৫১৩টি এরমধ্যে রোগী ভর্তি রয়েছে ৪১৯ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৭ জন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ