25 C
আবহাওয়া
৩:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা চলবে হাইকোর্ট

বিএনএ, ঢাকা : হৃদযন্ত্রে পেসমেকার লাগানোর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সোমবার (২৪ জুন) বিকেলে তার শারিরীক অবস্থার উন্নতি হলে ডাক্তাররা এই সিদ্ধান্ত নেন।

শনিবার ভোররাত থেকে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। একমাত্র ডাক্তার ও নার্সরা ব্যাতীত অন্য সকলের জন্য তাকে দেখতে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রোববার তার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়। এরপর সিসিইউতে নিবিড় পরিচর্যায় রাখা হয় তাকে।

দুর্নীতির মামলায় দণ্ড পাওয়া খালেদা জিয়া ২০১৭ সালের আট ফেব্রুয়ারি গ্রেপ্তার হন। করোনাভাইরাস মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়।

তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। মুক্তির শর্তের মধ্যে রয়েছে, তিনি বিদেশ গিয়ে চিকিৎসা নিতে পারবেন না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ