বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ায় বিদ্রোহ ঘোষণা করেছে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। তার সৈন্যরা রাশিয়া পেরিয়ে উত্তরদিকে মস্কোর দিকে অগ্রসর হচ্ছে বলে মনে হচ্ছে।
ওয়াগনার গ্রুপ ভাড়াটে সৈন্যদের একটি বেসরকারী সেনাবাহিনী যা ইউক্রেনে নিয়মিত রাশিয়ান সেনাবাহিনীর পাশাপাশি লড়াই করছে। ইউক্রেন মিশনে তারা অনেক জায়গায় সফলও হয়েছে।
ওয়াগনার গ্রুপে প্রায় ২৫,০০০ সৈন্য রয়েছে বলে অনুমান করা হয়।
গত জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ধারণা দেয়া হয়, ওয়াগনার গ্রুপের সর্বোচ্চ ৫০ হাজার সৈন্য রয়েছে। তবে ইউক্রেন যুদ্ধে তাদের মধ্যে প্রায় ২০ হাজার নিহত হয়েছে বলে জানা গেছে।
অন্য দিকে রাশিয়ান সেনাবাহিনীতে ৮ লাখ সক্রিয় সেনা রয়েছে। বাহিনীটি একসময় এক মিলিয়নেরও বেশি সৈন্য ছিল। তবে যুদ্ধে কমপক্ষে দু লাখের ওপর হতাহতের শিকার হয়েছিল বলে মনে করা হয়।
ধারণা করা হয় রাশিয়ার রিজার্ভে আরও আড়াই লাখ সেনা সদস্য রয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।