27 C
আবহাওয়া
১:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » পদ্মা সেতুর উদ্বোধন: যুক্তরাষ্ট্রের অভিনন্দন

পদ্মা সেতুর উদ্বোধন: যুক্তরাষ্ট্রের অভিনন্দন

পদ্মা সেতু নিয়ে ষড়ন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনে নির্দেশ হাইকোর্টের

বিএনএ ডেস্ক: শনিবার পদ্মা সেতু উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্ত সামনে রেখে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৪ জুন) ঢাকায় মার্কিন দূতাবাস অভিন্দন জানিয়ে বিবৃতি দেয়। সেখানে বলা হয়, ‘পদ্মা সেতু বাংলাদেশের অভ্যন্তরে নতুন ও গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করবে, বাণিজ্যকে উৎসাহিত করবে এবং জীবনযাত্রার মান উন্নত করবে।

মানুষ ও পণ্য সংযুক্ত করার জন্য টেকসই পরিবহন অবকাঠামো অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিবৃতিতে বলা হয়, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক যোগাযোগ প্রসারে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি উদাহরণ হলো পদ্মা সেতু।

পদ্মা সেতু দেশের জিডিপি ১ দশমিক ২৩ শতাংশ বৃদ্ধি করবে। কারণ পদ্মা সেতু চালু হলে তা দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াবে। সরবরাহ ব্যবস্থাতেও উন্নতি আসবে।

বিএনএ/ আর

Loading


শিরোনাম বিএনএ