15 C
আবহাওয়া
৪:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ফজলি আমের জিআই স্বত্বের সমাধান

ফজলি আমের জিআই স্বত্বের সমাধান

ফজলি আমের জিআই স্বত্বের সমাধান

বিএনএ ডেস্ক: ফজলি আম উৎপাদনকারী অঞ্চল হিসেবে স্বীকৃতি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী। দুই জেলাই এখন থেকে ফজলি আমের ভৌগলিক নির্দেশক (জিআই) স্বত্ব ব্যবহার করতে পারবে। এর ফলে কৃষকরা জনপ্রিয় এই আমকে দেশে-বিদেশে আরও বেশি করে ব্র্যান্ডিং করতে পারবেন।

মঙ্গলবার (২৪ মে) জিআই স্বত্ব নিয়ে শুনানি শেষে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রারের দপ্তর থেকে এই ঘোষণা দেয়া হয়েছে।

পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস (ডিপিডিটি) বিভাগ জানায়, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী এখন থেকে ফজলি আমের জিআই স্বত্ব ব্যবহার করতে পারবে।

ডিপিডিটি থেকে রাজশাহীর ফজলি আমের জিআই স্বত্ব পাওয়ার পর ২০২১ সালের অক্টোবর মাসের প্রথম দিকে চাঁপাইনবাবগঞ্জের কৃষকের একটি গ্রুপের দায়ের করা পিটিশনের পর ডিপিডিটি গঠিত ট্রাইব্যুনালে শুনানির পর এই রায় এসেছে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সমিতি আমটি চাঁপাইনবাবগঞ্জের দাবি করে একটি পিটিশন দাখিল করে এবং রাজশাহীর পাওয়া জিআই স্বত্বের বিরোধিতা করে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ