29 C
আবহাওয়া
৫:৪১ অপরাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » চলচ্চিত্রের যাদুকর বেবী ইসলাম এর দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ

চলচ্চিত্রের যাদুকর বেবী ইসলাম এর দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ

চলচ্চিত্রের যাদুকর বেবী ইসলাম এর দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ

বিএনএ, বিনোদন ডেস্ক : প্রখ্যাত চলচ্চিত্রগ্রাহক ও পরিচালক বেবী ইসলাম-এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১০ সালের ২৪ মে, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর ৮ মাস।

উপমহাদেশের পুরোধা চলচ্চিত্র ব্যক্তিত্ব ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ (১৯৭৩) এবং তাঁর শেষ চলচ্চিত্র ‘যুক্তি তক্কো গপ্পো'(১৯৭৪)-র চলচ্চিত্রগ্রাহক ছিলেন বেবী ইসলাম। ১৯৫৯ সালে এফডিসি থেকে প্রযোজিত ও নির্মিত প্রথম চারটি ছবির একটি ‘আকাশ আর মাটি’-তেও তিনি চলচ্চিত্রগ্রহণের কাজ করেছেন। এছাড়াও তিনি চলচিত্রগ্রহণ করেছেন-সালাউদ্দিন জাকী পরিচালিত ‘সূর্যস্নান’ (১৯৬২), নিজের ‘তানহা’ (১৯৬৪), খান আতার ‘রাজা সন্নাসী’ (১৯৬৬), দ্বিভাষিক ‘নবাব সিরাজউদ্দৌলা’ (১৯৬৭), ও ‘সোয়ে নদীয়া জাগে পানি’ (১৯৬৮), সৈয়দ শামসুল হকের ‘ফির মিলেঙ্গে হাম দোনো’ (১৯৬৬), নারায়ণ ঘোষ মিতা’র ‘এতটুকু আশা’ (১৯৬৮), ‘নীল আকাশের নিচে’ (১৯৬৯) ও ‘ক খ গ ঘ ঙ’ (১৯৭০),  সৈয়দ হাসান ইমামের ‘লালন ফকির’ (১৯৭২),  স্বপন পরিচালিত ‘চরিত্রহীন’ (১৯৭৫), আমজাদ হোসেনের ‘কসাই’ (১৯৮০), খসরু নোমানের ‘রাজা সাহেব’ (১৯৮২), বেলাল আহমেদের ‘নয়নের আলো’ (১৯৮৪) ও ‘আমানত’ (১৯৮৫), আব্দুল মতিনের ‘সোনালী আকাশ’ (১৯৮৫), মইনুল হোসেনের ‘প্রেমিক’ (১৯৮৫), শেখ নজরুলের ‘সালমা’ (১৯৮৮) এবং কবির আনোয়ারের ‘দিনকাল’ (১৯৯২) চলচ্চিত্রে সহ অসংখ্য সিনেমা, আজকে যারা চলচ্চিত্রের চিত্রগ্রাহক হিসেবে কাজ করছে তাদের বেশির ভাগের শিক্ষক তিনি।

বিএনএনিউজ/রিপন রহমান খাঁন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ