15 C
আবহাওয়া
৫:১৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » চিকনদন্ডী ইউপি উপ-নির্বাচনে প্রিজাইডিং অফিসার অপসারণের দাবি

চিকনদন্ডী ইউপি উপ-নির্বাচনে প্রিজাইডিং অফিসার অপসারণের দাবি

চিকনদন্ডী ইউপি উপ-নির্বাচনে প্রিজাইডিং অফিসার অপসারণের দাবি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে আসন্ন চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে দায়িত্ব পাওয়া প্রিজাইডিং অফিসার ও হাটহাজারী প্রশাসনের নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেন হাটহাজারী ১২নং চিকনদন্ডী চেয়ারম্যান পদপ্রার্থীরা।

বুধবার (২৪ এপ্রিল) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সেকান্দর বলেন, আগামী চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে যারা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন তাদের বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন। কারণ তারা বর্তমান এমপির অনুসারীর সাথে আঁতাত করে নির্বাচন বানচাল হওয়ার সম্ভাবনা আছে বলে এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, প্রিজাইডিং অফিসার ও হাটহাজারী প্রশাসনের যোগসাজশে নির্বাচন সুষ্ঠ হবেনা মনে করেন তারা। সুষ্ঠ নির্বাচন শান্তিপূর্ণ নিরপেক্ষ স্বচ্ছ হওয়ার জন্য নতুন করে প্রিজাইডিং অফিসার নিয়োগের আবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন ১২নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ সেকান্দর, রাশেদ আল মাহমুদ, হাজ্বী হেলার, নুরুল আবছার সরকার, জহুরুল আলম, নাজিম উদ্দীন, এস এম শওকত ওসমান, আলমগীরসহ অনেকে।

বিএনএনিউজ/ বাচ্চু বড়ুয়া/ বিএম/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ