17 C
আবহাওয়া
৫:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » রাজবাড়ীতে হিট স্ট্রোকে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

রাজবাড়ীতে হিট স্ট্রোকে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

রাজবাড়ীতে হিট স্ট্রোকে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

বিএনএ, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে হিটস্ট্রোকে মো. নুর ইসলাম মাস্টার নামে এক প্রবীণ শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। তাঁর বাড়ি গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পঁচাত্তর বছরের বৃদ্ধ নুর ইসলাম মাস্টার স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। আজ সকাল ১০টার দিকে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়ির আঙিনায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন দ্রুত এগিয়ে এসে প্রথমে তাঁর মাথায় পানি ঢালেন। পরে মারাত্মক অসুস্থ অবস্থায় তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।

সেখানে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যে সকাল ১১টার দিকে নূর ইসলাম মাস্টার মৃত্যুবরণ করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রোকনুজ্জামান হিটস্ট্রোকের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ