26 C
আবহাওয়া
৯:১৯ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় নিহত ৬০

বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় নিহত ৬০


বিএনএ,বিশ্বডেস্ক :  বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে  সশস্ত্র ব্যক্তিদের হামলায় প্রায় ৬০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।রোববার (২৩ এপ্রিল) স্থানীয় কৌঁসুলি লামিনে কাবোরে এসব তথ্য জানান।এর আগে শুক্রবার (২১ এপ্রিল) ইয়াতেঙ্গা প্রদেশের কারমা গ্রামে হামলার এ ঘটনা ঘটে।

লামিনে কাবোরে বলেন, মালির সীমান্তবর্তী ওই এলাকার এ হামলার ঘটনা নিয়ে একটি তদন্ত শুরু হয়েছে। এ এলাকায় আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলোর ব্যাপক প্রভাব রয়েছে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ২০২২ সালের পর থেকেই দেশটিতে সাধারণ নাগরিকের ওপর হামলা বেড়ে গিয়েছে। এমনকি দেশটির সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী সশস্ত্র বাহিনী দেশজুড়ে ব্যাপক সন্ত্রসাবাদবিরোধী অভিযান চালানোর পরও এ ধরনের হামলা কমেনি।

বুরকিনা ফাসো সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ এপ্রিল ওয়াহিগুইয়ার কাছে একই এলাকায় সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবক বাহিনীগুলোর ওপর অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪০ জন নিহত ও ৩৩ জন আহত হন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ