বিএনএ, চবি :চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ছাত্রী। মোবাইল উদ্ধার করতে গিয়ে চলন্ত ট্রেন থেকে লাফও দিয়েছেন তিনি। রোববার (২৪ এপ্রিল) সকাল আটটার ট্রেনে এই ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী নন্দিতা দাশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী। এদিন পরীক্ষা দিতে গিয়ে এই ঘটনা ঘটে। মোবাইল উদ্ধার করতে না পারলেও পরে তিনি পরীক্ষা দিতে চলে যান।
নন্দিতা দাশ বাংলাদেশ নিউজ এজেন্সিকে বলেন, ‘মোবাইলে পড়ছিলাম। কদমতলী রেলক্রসিংয়ের পরে এক যুবক চলন্ত ট্রেনে উঠে। হঠাৎ সে আমার মোবাইল টান দিয়ে আবার নেমে যায়। তাৎক্ষণিক ছিনতাইকারীকে ধরতে আমিও চলন্ত ট্রেন থেকে লাফ দিই। তবে তাকে ধরতে পারিনি।’
তিনি বলেন, ‘এসময় মাথায় ও হাতে মারাত্মকভাবে আঘাত পাই আমি। কিন্তু পরীক্ষা থাকায় বাসে চড়ে ক্যাম্পাসে চলে যাই। এ বিষয়ে আমি থানায় অভিযোগ করবো।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বাংলাদেশ নিউজ এজেন্সিকে বলেন, ‘সে এখনও আমাদের কাছে অভিযোগ দেয়নি। তবে ঘটনা শুনে আমরা রেলওয়ে ও ফাঁড়ির সাথে যোগাযোগ করেছি। রেলওয়েকে বলেছি, এখন নিরাপত্তা আরও বাড়ানো দরকার।’
বিএনএ/নবাব,ওজি