20 C
আবহাওয়া
৪:৪১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » স্বাধীন সাংবাদিকতার মৃত্যু হলে রাজনীতি ও গণতন্ত্রের মৃত্যু হবে-মরিয়ম আওরঙ্গজেব

স্বাধীন সাংবাদিকতার মৃত্যু হলে রাজনীতি ও গণতন্ত্রের মৃত্যু হবে-মরিয়ম আওরঙ্গজেব

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার বিষয়ক ফেডারেল মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব

ইসলামাবাদ: পাকিস্তানের তথ্য ও সম্প্রচার বিষয়ক ফেডারেল মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব শনিবার বলেছেন সাংবাদিকদের জয়েন্ট অ্যাকশন কমিটি (জেএসি) মিথ্যা খবর নির্মূল করার জন্য আইন প্রণয়নে সম্মত হয়েছে । উভয়ের পক্ষের পরামর্শের পর পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) আইনে একটি ধারা সন্নিবেশিত করা হবে বলে মন্ত্রী এবং জেএসির মধ্যে বৈঠকের সময় ঐকমত্য হয়। প্রতিনিধি দলটি তথ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মরিয়ম আওরঙ্গজেবকে অভিনন্দন জানায়। খবর দি নিউজ পিকে।

আইনটি জাতীয় সুরক্ষা এবং জাতীয় স্বার্থের ক্ষতির সম্ভাবনা রুখে দিতে সহায়তা করবে।

মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব  প্রতিনিধিদলকে বলেন যে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় আপস করবেন না এবং তিনি মত প্রকাশের স্বাধীনতার সাংবিধানিক ও নাগরিক অধিকারের প্রচার চান। ” স্বাধীন সাংবাদিকতার মৃত্যু হলে রাজনীতি ও গণতন্ত্রের মৃত্যু হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ