25 C
আবহাওয়া
৪:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নির্দেশনা পেলেই ট্রেন চলাচল শুরু

নির্দেশনা পেলেই ট্রেন চলাচল শুরু

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন

বিএনএ, ঢাকা : ২৮ এপ্রিল শেষ হচ্ছে লকডাউন। আগামী বৃহস্পতিবার (২৯ এপ্রিল) থেকে গণপরিবহন চললে একই সঙ্গে ট্রেনও চলবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, এ লক্ষ্যে ট্রেন চলাচলের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, ‘ট্রেন চলাচলে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সরকার ঘোষণা দিলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করবে ট্রেন। তবে এখন পর্যন্ত এমন কোনো নির্দেশনা আসেনি।’

এদিকে শনিবার (২৪ এপ্রিল) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে চলমান লকডাউনের পরে জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শর্তসাপেক্ষে সরকার গণপরিবহন চালুর সক্রিয় চিন্তাভাবনা করছে।

এ সময় তিনি লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ