25 C
আবহাওয়া
৭:২৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » হেফাজত ইসলামের নায়েবে আমির আহমদ আব্দুল কাদের গ্রেপ্তার

হেফাজত ইসলামের নায়েবে আমির আহমদ আব্দুল কাদের গ্রেপ্তার

হেফাজত ইসলামের নায়েবে আমির আহমদ আব্দুল কাদের গ্রেপ্তার

বিএনএ, ঢাকা : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আহমেদ আব্দুল কাদের খেলাফত মজলিসের মহাসচিবের দায়িত্বেও রয়েছেন। এ নিয়ে ঢাকায় হেফাজতের ১৯ জন কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুবে আলম বিষয়টা নিশ্চিত করে জানান, ডিবির তেজগাঁও বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় এবং সাম্প্রতিক সহিংসতার মামলাও রয়েছে।

খেলাফত মজলিসের আমীর মোহাম্মদ ইসহাক এক বিবৃতিতে আব্দুল কাদেরের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। তিনি অবিলম্বে তাঁর দলের মহাসচিবের মুক্তি দাবি করেছেন।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ