27 C
আবহাওয়া
১২:৫০ অপরাহ্ণ - জুন ২৯, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বে ২৪ ঘন্টায় ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু

বিশ্বে ২৪ ঘন্টায় ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু

করোনায় একদিনে ১০ হাজারের বেশি প্রাণহানি

বিএনএ বিশ্ব ডেস্ক: মহামারি করোনায় বিশ্বে নতুন করে ১৪ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩১ লাখে।গত একদিনে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৯২২ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ কোটি ৬২ লাখে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত ৩০ লাখ ৯৮ হাজার ৮৩৮ জন করোনায় মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৬২ লাখ ১৯ হাজার ৮২৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ কোটি ৪৩ লাখ ২৩ হাজার ৬৪৮ জন।

বিশ্বে মহামারি ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে ৭শ’র বেশি মৃত্যু দেখেছে দেশটি।এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮৫ হাজার ৩৩ জনের প্রাণ নিয়েছে করোনা। ২৪ ঘন্টায় ৬৫ হাজারের মতো মানুষের দেহে করোনা সনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্ত হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ২৫৬ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৬৬ লাখ ২ হাজার ৪৫৬ জন। আর মারা গেছেন ১ লাখ ৮৯ হাজার ৫৪৯ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।দেশটিতে একদিনে ২ হাজার ৮শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। মোট মারা গেছেন ৩ লাখ ৮৬ হাজার ৬২৩ জন।লাতিন দেশটিতে নতুনভাবে ৬৫ হাজারের বেশি মানুষের শরীরে মিললো ভাইরাসটি। ফলে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ১১০ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৪০ হাজার ৯৪৬ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ২ হাজার ৪৯৬ জন।

আক্রান্তের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে  রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৭ লাখ ৪৪ হাজার ৯৬১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৭ হাজার ৫০১ জন।

এদিকে, আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ