26 C
আবহাওয়া
৫:০৬ অপরাহ্ণ - জুলাই ৯, ২০২৫
Bnanews24.com
Home » সাংবাদিক সিয়ামকে অচেতন অবস্থায় উদ্ধার

সাংবাদিক সিয়ামকে অচেতন অবস্থায় উদ্ধার

সাংবাদিক সিয়াম সারোয়ার জামিল

বিএনএ সাভার প্রতিনিধি: নিখোঁজ সাংবাদিক সিয়াম সারোয়ার জামিল (২৯) আশুলিয়ায় একটি এলাকা থেকে হাত বাঁধা অবস্থা উদ্ধার করেছে স্থানীয়রা।

শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় আশুলিয়ার নিরিবিলি আনসার ক্যাম্পের পেছনের এলাকার একটি খোলা মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়।

এরআগে, বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে স্ট্যাটাস দেওয়ার তিন ঘণ্টা পর ঢাকার পশ্চিম নাখালপাড়ায় বড় বোনের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সিয়াম।

উদ্ধারকারীরা জানান, সন্ধ্যায় হাত পা বাঁধা অবস্থায় সাংবাদিক সিয়াম সারোয়ার জামিলকে মাঠের ভেতর পরে থাকতে দেখে। পরে তারা উদ্ধার করে। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার হাত পায়ে ব্লেডের দাগ রয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, বিষয়টি আমরা শুনেছি। স্পষ্টভাবে জানিনা। যেহেতু সাংবাদিক সিয়াম সারোয়ার জামিলকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তাই ধামরাই থানায় ইনফর্ম করে দিচ্ছি।

বিএনএনিউজ২৪/ ইমরান খান, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ