বিএনএ, ঢাকা : সর্বাত্মক লকডাউনের মধ্যেই এবার মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ও বাহরাইনের ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী রোববার( ২৫ এপ্রিল)থেকে এই অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বেবিচকের চেয়ারম্যান এম মফিদুর রহমান শুক্রবার এ তথ্য নিশ্চিত করে জানান,, ‘করোনাভাইরাস মহামারির মধ্যে দেশে আটকে পড়া প্রবাসীদের কথা চিন্তা করে বেবিচক জাজিরা এয়ারওয়েজকে ঢাকা থেকে কুয়েত এবং গালফ এয়ারকে ঢাকা থেকে বাহরাইনে বিশেষ বিবেচনায় যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।’
এর আগে সৌদি আরবের ফ্লাইট চালুর অনুমতি দেয় বেবিচক। এছাড়া অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট চলাচল ইতিমধ্যে শুরু হয়েছে।
বিএনএ/ওজি