বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের হালিশহরের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) রেলওয়ের মালিকানাধীন জায়গায় কবরস্থান, মসজিদ এবং শতবর্ষী মাজারের জমি বেসরকারী কোম্পানির কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন রেলওয়ের বিভিন্ন স্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়া ধর্মীয় স্থাপনা রক্ষার দাবিতে ঈদের পর রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি ভবন ঘেরাও এর ডাক দিয়েছেন তারা। রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাতটি সংগঠন এক সাথে এই কর্মসূচির ডাক দেয়।
সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর হালিশহর সিজিপিওয়াই গেটে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। একই সাথে জমির নাম মাত্র মূল্যে ইজারা বাতিল এবং লুটপাট বন্ধের দাবি জানান তারা।
বাংলাদেশ পয়েন্সম্যান কর্মচারী সমিতি, বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল জেটি শাখা, বাংলাদেশ রেলওয়ে পোর্টকলোনী সমাজ কল্যাণ পরিষদ, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ রেলওয়ে কারিগরি পরিষদ, বাংলাদেশ রেলওয়ে এমপ্লেয়েজ লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের প্রায় ২০০ সদস্য মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সারাদেশের মধ্যে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আয়ের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে হালিশহর চট্টগ্রাম গুডস পোর্ট ইয়াক্ত (সিজিপিওয়াই) থেকে পণ্য ও জ্বালানী তেল পরিবহন। বাংলাদেশের অর্থনীতির স্বর্ণদ্বার চট্টগ্রাম বন্দর দিয়ে যে পণ্য আমদানি রপ্তানি হয় তা সিজিপিওয়াই হয়ে সারাদেশের চলে যাচ্ছে স্বল্প সময়ে এবং স্বল্প মূল্যে। স্বাধীনতা পরবর্তী সময়ে রেলের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের মধ্যে রাজস্ব আয়ের প্রধান মাধ্যম হচ্ছে এই সিজিপিওয়াই। আমাদের রক্তের সাথে বেইমানি করে কতিপয় সুবিধাভোগী কর্মকর্তা রেলওয়ের কবরস্থান, মসজিদ এবং মাজার ও সোবহান স্মৃতির স্থাপনার তথ্য গোপন করে রেলওয়ে জমি লিজ দিয়েছেন কন্টেইনার টার্মিনাল নির্মানের জন্য।
আওয়ামীলীগের নাম ভাংগিয়ে সুবিধাভোগী এবং ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর বিতর্কিত কোম্পানী সাইফ পাওয়ার টেককে মসজিদ এবং প্রায় ৪৫০ কবরের করবস্থানের জমিসহ রেলওয়ের জমি নাম মাত্র মূল্যে লীজ দেওয়া হয়েছে বলে জানান বক্তারা।
কবরস্থান কমিটির সভাপতি এবং সিজিপিওয়াই এর চিফ ইয়ার্ড মাস্টার আব্দুল মালেক সমাবেশে বলেন, একজন মানুষ মারা গেল তার শেষ ঠিকানা এই কবরস্থান। কর্তৃপক্ষ তথ্য গোপন করে আমাদের কাউকে না জানিয়ে, আলোচনা না করেই এই কবরস্থানের জমি লিজ দিয়েছেন যেটা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। সরকার তার জমি লিজ দিতেই পারেন সেটি সরকারের এখতিয়ার কিন্ত কবরস্থান, মসজিদ মাজার কেন লিজ হলো এগুলো কি লিজ হয়।?
তিনি বলেন, আমরা এখানে সবাই এক হয়েছি আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের আপনজনদের শেষ স্মৃতিটি রক্ষার জন্য। এখানে হাত দেওয়া যাবে না। ইদের পর আমরা সিআরবিতে বিশাল সমাবেশ করবো। দাবি না মানলে আমরা আন্দোলনে যাবো।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন, সিজিপিওয়াই শাখার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী দল, জেটি শাখার সভাপতি মো. সাবের আহমদ, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ, জেটি শাখার সভাপতি মো. আজিম উদ্দিন, রেলওয়ে সমাজ কল্যাণ পরিষদ সভাপতি মো. আমিন ও অনান্যরা।
জানা গেছে, ১৯৯৫ সালের দিকে সিজিপিওয়াইতে এক রেলওয়ে কর্মচারী মারা গেলে তাকে ‘বহিরাগত’ বলে চট্টগ্রাম বন্দর কবরস্থানে দাফনে অস্বীকৃতি জানায় বন্দর কর্তৃপক্ষ। এতে বাধ্য হয়ে রেলওয়ের কর্মচারীরা সিজিপিওয়াই মসজিদ এবং শতবর্ষী হযরত কুতুব বিল্লাহ শাহ মাজারের পার্শ্বে থাকা সিজিপিওয়াই কবরস্থানে দাফন করেন। সেই সময় দাফনকৃত জমিটি ছিলো শুধুই একটি জঙ্গল ও পরিত্যক্ত জলাভূমি। পরবর্তীতে, রেলওয়ে কর্মচারীরা ধীরে ধীরে এটি একটি কবরস্থানে রূপান্তর করেন এবং তাদের আপনজনদের এখানে শায়িত করতে থাকেন। প্রায় ৪৫০ এর মত কবর রয়েছে এই কবরস্থানে।
রেলওয়ে কর্মচারীরদের অভিযোগ এনবিআরের নিয়ম ভেঙ্গে সিজিপিওয়াই এলাকায় ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) নির্মাণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ সাইফ পাওয়ারটেক নামের বেসরকারি কোম্পানিকে ২১ দশমিক ২৯ একর জমি লিজ দিয়েছে। সাইফ লজিস্টিকস এলায়েন্স এবং কনটেইনার কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মধ্যে রেল কর্মচারীদের বিরোধীতা সত্ত্বেও এই চুক্তি সই হয়েছে।
লিজের জমিটিতে কর্মকর্তা-কর্মচারীদের পুরাতন কবরস্থান, মসজিদ এবং মাজার আছে বলে সংবাদ প্রকাশ হলে এবং কর্মচারীদের বিক্ষোভের মুখে কবরস্থানে কিছু হবে না বলে সিদ্ধান্ত থেকে ২০২২ সালে সরে আসে রেল কর্তৃপক্ষ। একইসঙ্গে সেটি রক্ষণাবেক্ষণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।
কিন্তু ৫ই আগস্ট পরে রেলওয়ের কতিপয় অসাধু কর্মকর্তার মাধ্যমে এখানে কাজ শুরু করেছে যার দরুন অত্র এলাকার মানুষদের মধ্যে ব্যাপক ক্ষোভবিরাজ করছে অভিযোগ কর্মচারীদের।
বিএনএনিউজ/ নাবিদ