25 C
আবহাওয়া
৬:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » আসামি ধরতে গিয়ে ছুরিকাহত পুলিশ সদস্য

আসামি ধরতে গিয়ে ছুরিকাহত পুলিশ সদস্য


বিএনএ, ঢাকা : রাজধানীর তুরাগে ফুলবাড়িয়ায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তার নাম মো. শাহিনুর রহমান (৪৫)। তিনি তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে এ  ঘটনা ঘটে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার বলেন, ফুলবাড়িয়া এলাকার একটি বাসায় মাদক মামলার আসামি আব্দুর রশিদকে গ্রেপ্তার করতে যান এসআই শাহিনুর। এসময় আসামির ছুরিকাঘাতে আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢামেকে আনা হয়।

তিনি আরও জানান, এসআই শাহিনুরের বুক এবং পেটের মাঝামাঝি স্থানে আঘাত লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে আসামি রশিদের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ