25 C
আবহাওয়া
৬:২০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রামুতে ইয়াবাসহ যুবক আটক

রামুতে ইয়াবাসহ যুবক আটক

রামুতে ইয়াবাসহ যুবক আটক

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের রামুতে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারকালে এক যুবক কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে রামু কাউয়ার খোপ এলাকায় অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো.শামসুল আলম খান। আটক যুবক মীর কাশেম (৪৫) নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি ৩নং ওয়ার্ডের মৃত ইসহাকের ছেলে।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রামু কাউয়ার খোপ মনিরঝিল ২ নম্বর ওয়ার্ডের সোনাইছড়ি ডেঙ্গারঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় ইয়াবা নিয়ে অবস্থান করছিল অভিযুক্ত মীর কাশেম । এ সময় শরীর তল্লাশি করে ৮ হাজার ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , সে দীর্ঘ দিন ধরে মোটরসাইকেল যোগে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। আটক আসামীর বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন,ওজি

Loading


শিরোনাম বিএনএ