18 C
আবহাওয়া
৩:৩৮ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে মন্দিরের তালা ভেঙে চুরি

বোয়ালখালীতে মন্দিরের তালা ভেঙে চুরি

বোয়ালখালীতে মন্দিরের তালা ভেঙে চুরি

বোয়ালখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের একটি মন্দিরের তালা ভেঙে স্বর্ণালংকার, দানবাক্সের টাকাসহ মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।  বুধবার(২৩ মার্চ) দিবাগত রাতে বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী শ্রী শ্রী রাধা গৌবিন্দ ও জ্বালাকুমারী মাতৃমন্দিরে এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তিলক সেন।

তিনি জানান, গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে মন্দিরে পূজা শেষে পুজারী মন্দির তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সকালে গ্রামের এক মহিলা ফুল দিতে আসলে তিনি মন্দিরের তালা ভাঙা দেখতে পান। খবর পেয়ে মন্দিরে গিয়ে দেখতে পাই জ্বালা কুমারী মায়ের প্রতিমার গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইনটি নেই ও দানবাক্স খোলা। চোরের দল মন্দিরের পিতলের তালাবাটিসহ পূজার মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। এ ব্যাপারে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে দায়ীদের ধরতে পুলিশি কার্যক্রম শুরু করা হয়েছে।

আরও পড়ুন : বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৯ বসতঘর

আরও পড়ুন : বোয়ালখালীর জিপিএস প্র.শিক্ষক রিজিয়া বেগমের বিরুদ্ধে অভিযোগ কতটুকু সত্য?

বিএনএনিউজ২৪,বাবর মুনাফ,জিএন

Loading


শিরোনাম বিএনএ