বিএনএ, গাজীপুর : করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় গাজীপুরে সচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালনা করছে জেলা প্রশাসন ।ক্যাম্পেইনের মূল প্রতিপাদ্য হচ্ছে,কোভিড ১৯ এর দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সর্বসাধারণকে মাস্ক পরিধান নিশ্চিত করা।গাজীপুর মহিলা কলেজের মোড় থেকে বুধবার (২৪ মার্চ) সকালে মাস্ক বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের তথ্য মতে,সামাজিক দুরত্ব বজায় রাখতে মাইকিং এবং বাধ্যতামূলক মাস্ক পরাসহ নানা সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখলেও বিষয়টি আমলে নিচ্ছেন না অধিকাংশ মানুষই। নানা ভাবে করোনার বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে । তাই নাগরিকদের সুরক্ষার কথা ভেবেই এ অভিযান পরিচালনা।
গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, গাজীপুর বাসীকে করোনা মোকাবিলায় করণীয় এবং করোনা সংক্রমণ রোধে জন সাধারণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে এ ক্যাম্পেইন পরিচালনা অব্যাহত থাকবে। পাশাপাশি মাইকিং করার মাধ্যমেও সচেতনতা চলতে থাকবে।
বিএনএ/এম. এস রুকন, ওজি